Type Here to Get Search Results !
3sharan

ধর্মের ছয়গুণ বন্দনা পালি ও বাংলা

ধর্মের ছয়গুণ বন্দনা পালি ও বাংলা

ধর্মের ছয়গুণ বন্দনা পালি

স্বাক্খাতো ভগবতাো ধম্মো, সন্দিট্ঠিকো, অকালিকো,

এহিপস্সিকো, ওপনযিকো পচ্চত্তং বেদিতব্বো বিঞ্ঞূহীতি।

ধম্মং জীবিত পরিযন্তং সরণং গচ্ছামি,

যে ধম্মা অতীতা , যে ধম্মা অনাগতা,

পচ্চুপ্পন্না যে ধম্মা, অহং বন্দামি সব্বদা।

নত্থি মে সরণং অঞ্ঞং, ধম্মো মে সরণং বরং,

উত্তমঙ্গেন বন্দেহং ধম্মঞ্চ তিবিধং বরং।

ধম্মো যো খলিতো দোসো, ধম্মো খমিতু তং মমং।


ধর্মের ছয়গুণ বন্দনা বাংলা

অনুবাদ:- ভগবান কর্তৃক ধর্ম উত্তমরূপে ব্যাখ্যাত, স্বয়ং দর্শনীয় ফল প্রদানের কালাকাল বিহীন, আসিয়া দেখ নিঃসংকোচে এইরূপ বলিবার যোগ্য, নি্র্বাণ প্রাপক এবং বিজ্ঞ কর্তৃক প্রত্যক্ষ জ্ঞাতব্য। যতদিন যাবং আমার নির্বাণ লাভ না হয়, তাবৎ কালের জন্য আমি বুদ্ধ ব্যাখ্যাত ধর্মের আশ্রয় গ্রহণ করিতেছি। অতীত, অনাগত বর্তমান বৃদ্ধ-দেশিত যেই ধর্ম সমূহ আছে, তৎসমুদয় ধর্মকে আমি ব্দনা করিতেছি। আমার অন্য কোন শরণ বা আশ্রয় নাই। ধর্মই আমার শ্রেষ্ঠ শরণ। এই সত্য বাক্য দ্বারা আমার জয়মঙ্গল হউক। প্রতিপত্তি পরিয়ত্তি প্রতিবেদ এই ত্রিবিধ শ্রেষ্ঠ ধর্মকে আমি সর্কর্দা উত্তমাঙ্গ দ্বারা বন্দনা করিতেছি। ধর্মের প্রতি আমার দ্বারা যাহা কিছু দোষ কৃত হইয়াছে, এই ধর্ম আমাকে ক্ষমা করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

3sharan

Below Post Ad

3sharan

BTemplates.com