Type Here to Get Search Results !
3sharan

উপসংঘরাজ আনন্দমিত্র মহাথের'র পেটিকাবদ্ধ অনুষ্ঠান সম্পন্ন

উপসংঘরাজ আনন্দমিত্র মহাথের'র পেটিকাবদ্ধ অনুষ্ঠান সম্পন্ন

উপসংঘরাজ আনন্দমিত্র মহাথের'র পেটিকাবদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-উপসংঘনায়ক, বৌদ্ধ ভিক্ষু সম্মিলনীর প্রতিষ্ঠাতা সভাপতি রাউজানের হোয়ারাপাড়ার পূর্ব গুজরা সার্বজনীন মৈত্রী বিহারের অধ্যক্ষ মানবতাবাদী বৌদ্ধ ভিক্ষু ব্যক্তিত্ব মৈত্রী প্রদীপ ভদন্ত আনন্দমিত্র মহাথের' পেটিকাবদ্ধ অনুষ্ঠান, অষ্টপরিষ্কার মহাসংঘদান সদ্ধর্ম আলোচনা সভা গতকাল সোমবার বিহার প্রাঙ্গনে দিনব্যাপী নানা আয়োজনে অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। শুভেচ্ছা বক্তব্য রাখেন পশ্চিম গুজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন সাহাবু উদ্দিন আরিফ। আশির্বাদকের বক্তব্য রাখেন সংঘনায়ক ভদন্ত বনশ্রী মহাথের। এতে প্রধান অতিথি ছিলেন সদ্ধর্মরশ্মি ভদন্ত রতনশ্রী মহাথের।

ভদন্ত সুনন্দ মহাথের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য দেন ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভদন্ত জীবানন্দ মহাথের প্রধান জ্ঞাতি ভদন্ত জ্ঞানানন্দ মহাথের, সদ্ধর্মদেশনা করেন ভদন্ত রাজগুরু উভয়ানন্দ মহাথের, ভদন্ত বিপসী মহাথের, ভদন্ত পরমানন্দ মহাথের, অধ্যাপক সুমেধানন্দ মহাথের, ভদন্ত . প্রিয়দর্শী মহাথের, ভদন্ত সংঘানন্দ মহাথের, ভদন্ত জ্ঞানবংশ মহাথের, ভদন্ত সুমনবংশ মহাথের, ভদন্ত ধর্মপ্রিয় মহাথের, ভদন্ত করুণাশ্রী মহাথের, ভদন্ত সুমঙ্গল থের, ভদন্ত তহংকর থের, মঙ্গলাচরণ করেন-ইন্দ্রশ্রী ভিক্ষু সুবিরানন্দ ভিক্ষু।

পঞ্চশীল প্রার্থনা করেন বিজয়ন বড়ুয়া। স্বাগত বক্তব্য রাখেন রবীন্দ্র লাল বড়ুয়া। সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন ডা. অনিল কান্তি বড়ুয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন ডা. স্বপন চন্দ্র বড়ুয়া, . সুব্রত বরণ বড়ুয়া, ইউপি সদস্য বকুল বড়ুয়া, স্বপন কান্তি বড়ুয়া, সমীরণ বিকাশ বড়ুয়া, উজ্জ্বল বড়ুয়া মিন্টু, সংঘ মিত্র বড়ুয়া, প্রাণতোষ বডুয়া, কমরেড অমরেশ বড়ুয়া, বিনয় ভূষণ বড়ুয়া।

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

3sharan

Below Post Ad

3sharan

BTemplates.com

Buddhabarta