About us - আমাদের সম্পর্কে
আধুনিক যুগ তথ্য প্রযুক্তির যুগ। এখন বলতে গেলে AI এর যুগ। বিশ্বের এমন কোন বিষয় নাই যা এখন অনলাইনে পাওয়া যায় না। সে হিসেবে বৌদ্ধধর্মীয় অনেক বিষয় অনলাইনে এখনো যায় না। সেটা যদি হয় বাংলায় তাহলে তো কথায় নাই, একেবারেই দুষ্প্রাপ্য। সেই অভাব দূরীকরণের মানসে এই ফ্রি ব্লগ ওয়েব সাইটটি ডিজাইন করা।
এখানে বাংলা
ভাষায় বৌদ্ধধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি হয়। যেমন বন্দনা, সূত্র, বুদ্ধের ধর্মীয়
বাণী, ত্রিপিটক, জাতক, জীবনী, তীর্থস্থান, বিখ্যাত ব্যক্তিবর্গের লিখনি সহ আরো অনেক
কিছু। এই ব্লগ লেখনির মাধ্যমে নিজে যেমন একটু ধর্মীয় বই পড়তে সুযোগ পাই তেমনি ধর্মীয়
বিষয়গুলো অনলাইনে তুলে দিতে পারি অন্যের জন্য।
প্রিয় পূণ্যার্থী
আমাদের ধর্মীয় লেখাগুলো কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে যোগাযোগ করতে নিচের
ই-মেইল এবং মোবাইল নাম্বারে নক করতে পারেন।
যোগাযোগ:
ই-মেইল: buddhabarta@gmail.com
মোবাইল:
01866156789 (What’s app)
শিমুল বড়ুয়া উনন
সম্পাদক, বিমুক্তি