সন্ধ্যা বেলা সমবেত বন্দনা
ত্রিরত্ন বন্দনা
বুদ্ধং
বন্দামি, ধম্মং বন্দামি,
সঙ্ঘং বন্দামি,
অহং বন্দামি সব্বদা।
দুতিযম্পি ------ ততিযম্পি -------
আমি
সর্বদা বুদ্ধকে বন্দনা করিতেছি, ধর্মকে বন্দনা করিতেছি, সংঘকে বন্দনা করিতেছি,
আমি দ্বিতীয়
ও তৃতীয়বার সর্বদা বুদ্ধকে বন্দনা করিতেছি, ধর্মকে বন্দনা করিতেছি, সংঘকে বন্দনা করিতেছি।
বুদ্ধ প্রণতি
নমো
তস্স ভগবতো অরহতো সম্মাসম্দ্ধস্স। তিনবার)
সেই
ভগবান অর্হৎ সম্যক সমবুদ্ধকে নমস্কার।