চট্টগ্রাম নন্দনকানন বৌদ্ধ বিহারে হামলা
বাংলাদেশী বৌদ্ধদের রাজধানীখ্যাত চট্টগ্রামে অবস্থিত নন্দন কানন বৌদ্ধ বিহারে আবারও হাতাহাতি-মারামারির মতো অপ্রীতিকর ঘটনা ঘটেছে। বিতর্কতীত সংঘটন বৌদ্ধ সমিতির নেতৃবৃন্দ বিহার দখলের চেষ্টা করলে সাধারণ বৌদ্ধরা বাঁধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে আঘাত পাল্টা আঘাত করতে দেখা যায়।
বিহারের অধ্যক্ষ একুশে পদক প্রাপ্ত ড. জিনবোধি
ভিক্ষু জানান, কতিত বৌদ্ধ সমিতির নেতা ও ভিন্ন ধর্মাবলম্বী ৫০/৬০ জন চিহ্নিত
সন্ত্রাসীসহ বিহার দখলের চেষ্টা করে। বিহারে অবস্থানরত বৌদ্ধ ভিক্ষু ও
পূণ্যার্থীরা বাঁধা দিলে বৌদ্ধ সমিতির ভাড়া করা লোকজন চড়াও হয় এবং মারধর শুরু করে।
বিহারে হৈ-হুল্লোড় বাড়ার সাথে সাথে সাধারণ বৌদ্ধরা ছুটে আশে পাশে থেকে। এসময় আহত
বৌদ্ধ ভিক্ষুদের দেখে সাধারণ জনতা বিক্ষোব্ধ হয়ে বৌদ্ধ সমিতির লোকজনের প্রতি চড়াও
হয় এবং আত্মরক্ষার্থে পাল্টা আঘাত শুরু করে।
ঘটনার সময় অসংখ্য মিডিয়া ও পুলিশ সদস্য উপস্থিত
থাকলেও অপরাধীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ করেছেন ড. জিনবোধি
ভিক্ষু।
এই ঘটনায় বেশ কয়েকজন বৌদ্ধ ভিক্ষু আহত হয় এবং
পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।