Type Here to Get Search Results !
3sharan

প্রদীপ পূজা, সুগন্ধি পূজা ও পানীয় পূজা

প্রদীপ পূজা, সুগন্ধি পূজা ও পানীয় পূজা


প্রদীপ পূজা পালি

ঘণসারপ্পদিত্তেন দীপেন তমধংসিনা,

তিলোকদীপং সম্বদ্ধং পূজয়ামি তমোনুদং।

 

প্রদীপ পূজা বাংলা অনুবাদ

অনুবাদ:-  অন্ধকার বিধ্বংসী ঘণ সারতৈল যুক্ত প্রদীপ্ত দীপের দ্বারা অজ্ঞান-তমহারী ত্রিলোকপ্রদীপ দ্বারা সম্বদ্ধকে পৃজা করিতেছি


সুগদ্ধি পূজা পালি

গন্ধ সম্ভার যুত্তেন ধুপেনাহং সুগন্ধিনা,

পূজযে পৃজনেয্যন্তাং পূজা ভাজন মুত্তমং।


সুগন্ধি পূজা বাংলা অনুবাদ

অনুবাদ:- গন্ধ সম্ভারযুক্ত সুগন্ধ ধূপের দ্বারা আমি শ্রেষ্ঠতম পূজা ভাজন বুদ্ধকে পৃজা করিতেছি।


পানীয় পূজা পালি

অধিবাসেতু নো ভন্তে পানিয়ং পরিকপ্পিতং,

অনুকম্পং উপাদায পতিগণ্হতু মুত্তমং।


পানীয় পূজা বাংলা অনুবাদ

অনুবাদ:- প্রভু, আপনার জন্য সুসজ্জিত উত্তম পানীয় বা জল দান করা হয়েছে, অনুগ্রহ পূর্বক সাদরে গ্রহণ করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

3sharan

Below Post Ad

3sharan

BTemplates.com