পুষ্প পূজা পালি
বন্নগন্ধগুণোপেতং
এতং কুসুমসন্তিতং,
পূজয়ামি
মুনিন্দস্স সিরিপাদসরোরূহে।
পূজেমি
বুদ্ধং কুসুমেন তেন,
পুঞে্ঞন মে
তেন চ হোতু মোক্খং।
পুপ্ফং
মিলায়তি যথা ইদং মে,
কযো
তথা যাতি বিনাস ভবং।
পুষ্প পূজা বাংলা অনুবাদ
অনুবাদ:-
বর্ণগন্ধ গুণযুক্ত এই পুষ্প-নিচয়ে
মুনীন্দ্রের শ্রীপাদ পদ্মে পূজা করিতেছি। এই
পুষ্প দ্বারা বুদ্ধকে পৃজা করিতেছি। এই
পৃণ্য প্রভাবে আমার নির্বাণ লাভ
হউক। পুষ্প যেমন ম্লান হইয়া
যায়, দ্রুপ আমার এই দেহও
বিনাশ প্রাপ্ত হইবে।