চৈত্য বন্দনা পালি
বন্দামি চেতিয়ং
সব্বং, সব্বটঠানেসু পতিট্ঠিতং
সারীরিক ধাতুং মহাবোধিং বুদ্ধরূপং সকলং সদা।
চৈত্য বন্দনা বাংলা অনুবাদ
অনুবাদ:- সকল
স্থানে প্রতিষ্ঠিত সমস্ত চৈত্য বুদ্ধের শারিরীক অস্থি ধাতু মহাবোধি ও সমস্ত বুদ্ধ
প্রতিরূপকে আমি সর্বদা বন্দনা করিতেছি।
সপ্ত মহাস্থান বন্দনা পালি
পঠমং বোধিপলঙ্কং,
দুতিযং অনিমিসম্পি চ,
ততিযং চক্কমণং
সেট্ঠং, চতুত্থং রতনঘরং,
পঞ্চমং অজপালঞ্চ,
মুচলিন্দঞ্চং ছট্ঠমং,
সত্তমং রাজাযতনং,
বন্দে তং বোধিপাদপং।
সপ্ত মহাস্থান বন্দনা বাংলা অনুবাদ
অনুবাদ:- প্রথম
বোধিপালঙ্ক, দ্বিতীয় অনিমেষ চৈত্য, তৃতীয় চংক্রমণ চৈত্য, চতুর্থ রত্নঘর চৈত্য, পঞ্চম
অজপাল নিগ্রোধ বৃক্ষ, ষষ্ঠ মুচলিন্দ মুল, সপ্তম রাজায়তন বৃক্ষ, এই সপ্ত মহাস্থানকে
আমি অবনত শিরে বন্দনা করিতেছি।