Type Here to Get Search Results !
3sharan

বিষবৈদ্য জাতক

পুরাকালে বারাণসীর রাজা ব্রহ্মদত্তের সময়ে বোধিসত্ত্ব একবার বিষবৈদ্যকুলে জন্মগ্রহণ করেছিলেন। বড় হবার পর বিষবৈদ্যরূপেই জীবিকা নির্বাহ করতেন।

ঘটনাক্রমে একদিন কোন এক গ্রামের অধিবাসীকে সাপে কামড়েছিল। গ্রামবাসীরা তখন বিষের চিকিৎসক বোধিসত্ত্বকে খবর দিলেন।

বোধিসত্ত্ব যাকে সাপে দংশন করেছিল সেই লোকের বাড়িতে গিয়ে বাড়ির  সেই গ্রামের লোকজনদের জিজ্ঞাসা করলেনআমি ওষুধ দিয়ে বিষ বার করে ফেলবনা যে সাপে কামড়েছে তাকে এনে তাকে দিয়েই বিষ চুষিয়ে নেব?

গ্রামবাসীরা বললআপনি সাপকে আনিয়ে তার দ্বারাই বিষ বার করান।

বোধিসত্ত্ব তখন মন্ত্রবলে সাপকে আনিয়ে বললেনসৰ্পতুমি কি এই লোকটিকে কামড়েছ?

সাপটি বললহ্যাঁআমি কামড়েছি।

বোধিসত্ত্ব বলেনতবে তুমি ক্ষতস্থান চুষে বিষ বার করে আন।

সাপ বললআমি তা পারব না। আমি যে বিষ একবার ত্যাগ করেছি তা আর গ্রহণ করব না। আমি আগে কখনো একাজ করিনি। পরিত্যাগ করা বিষ পুনরায় গ্রহণ করিনি। এটা আমার নীতি নয়।

বোধিসত্ত্ব তখন এক আগুন জ্বালিয়ে সাপকে বললেনহয় বিষ চুষে নাওনা হয় এই অগ্নিকুণ্ডে প্রবেশ কর।

সাপ বললআমি অগ্নিতে প্রবেশ করে পুড়ে মরব সেও ভালতবু যে বিষ ত্যাগ করেছি তা চুষে নেব না।

এই বলে সাপ আগুনে ঝাঁপ দিতে উদ্যত হলে বোধিসত্ত্ব তাকে বাধা দিয়ে শান্ত করলেন। তারপর তিনি ওষুধ  মন্ত্র প্রয়োগ করে রোগীকে বিষমুক্ত করলেন। তিনি সাপকেও রক্ষা করলেন। তিনি সাপকে

তোমার প্রাণরক্ষা করলাম। আজ হতে আর তুমি কারো উপর হিংসা বা অনিষ্ট করবে না। এখন থেকে শীলব্রত পালন কর।

বোধিসত্ত্বের আচরণে  মহানুভবতায় সাপ মুগ্ধ হয়ে গেল। সে তাঁর উপদেশ গ্রহণ করল অবনত মস্তকে। সে আর কারো অনিষ্ট করবে না। সে শীলব্রত পালন করবে।

Tags

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

3sharan

Below Post Ad

3sharan

BTemplates.com